জলপাইগুড়িতে সিসিটিভি ফুটেজে ধরা পড়ল সাইকেল চোর (ভিডিও সহ)

জলপাইগুড়ি, ১ জুন: জামাই ষষ্ঠীর দিন চাঞ্চল্য জলপাইগুড়ি শহরের ব্যস্ততম দিনবাজার এলাকায়। সাইকেল চুরির ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে আটক করল কোতোয়ালি থানার পুলিশ। সচেতন স্থানীয়দের তৎপরতা ও সিসিটিভি ফুটেজের সহায়তায় অবশেষে ধরা পড়ে অভিযুক্ত।

শহরের বাসিন্দা দীপক ভৌমিক রবিবার দুপুরে বাজার করতে এসে নিজের সাইকেলটি একটি দোকানের পাশে রেখে যান। ফেরার সময় সাইকেলটি নিখোঁজ দেখে তিনি প্রথমে কিছুটা বিভ্রান্ত হয়ে পড়েন। পরে নিকটবর্তী একটি দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন তিনি, আর সেখানেই ধরা পড়ে পুরো ঘটনা। ভিডিওতে স্পষ্ট দেখা যায়, এক ব্যক্তি সাইকেলটি নিয়ে দ্রুত এলাকা ছেড়ে যাচ্ছেন।

ফুটেজ দেখে সন্দেহভাজন ব্যক্তিকে চিহ্নিত করেন দীপকবাবু। প্রথমে তার বাড়িতে গিয়ে খোঁজ করলেও পাওয়া যায়নি। এরপর খোঁজাখুঁজি শুরু করেন তিনি, কিছু সময়ের মধ্যে শান্তিপাড়া এলাকায় স্থানীয়দের চোখে পড়ে অভিযুক্ত। দ্রুত তাকে পাকড়াও করে আটকে রাখা হয়। খবর যায় কোতোয়ালি থানায়।

Bicycle thief caught on CCTV footage in Jalpaiguri

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে হেফাজতে নেয় এবং উদ্ধার করে চুরি যাওয়া সাইকেলটিও। বর্তমানে থানায় জিজ্ঞাসাবাদ চলছে।

সাইকেলের মালিক জানায়, “আমি তো ভাবিইনি এমনভাবে সাইকেলটা খোয়া যাবে। সৌভাগ্যক্রমে দোকানে সিসিটিভি ছিল। পুলিশ ও পাড়া- প্রতিবেশীদের ধন্যবাদ—না হলে সাইকেলটা হয়তো আর ফেরতই পেতাম না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *