জলপাইগুড়ি : জলপাইগুড়ি দিনবাজারে পুলিশকে উদ্দেশ্য করে গুলি চালানোর ঘটনায় বড়সড় সাফল্য পেল কোতোয়ালি থানা। গুলি চালানোর দলে থাকা তিন দুষ্কৃতীকে গ্রেফতার করলো পুলিশ। ধৃতদের কাছ থেকে উত্তরপ্রদেশ রাজ্যের নম্বরের ডাকাতির কাজে ব্যবহৃত তিনটি গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ।

যে গাড়ি করে দুষ্কৃতীরা এসেছিল দিনবাজারে। সব দিক খতিয়ে দেখছে পুলিশ। উল্লেখ্য গত ২৪ জুলাই জলপাইগুড়ি দিনবাজারে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির উদ্দেশে একটি দল ছোট গাড়ি নিয়ে এসেছিল। সেই সময় ঘটনাস্থলে পৌঁছে যায় কোতোয়ালি থানায় পুলিশের জিপ। পুলিশকে দেখে পালানোর চেষ্টা করে দুষ্কৃতীরা। পালানোর জন্য পুলিশকে উদ্দেশ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা।

এরপরেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। পুলিশ সিসি ক্যামেরায় ছবি দেখে তদন্তে নামে। তদন্তে উঠে এসেছে, একটি গাড়িতে দিনবাজারে এসেছিল কয়েকজন দুষ্কৃতী। এই ঘটনায় পুলিশ তিনটি গাড়ি বাজেয়াপ্ত করে। দুষ্কৃতীরা ঘটনায় পরেই পালিয়ে যায় নেপালে। কোতোয়ালি থানায় পুলিশ নেপাল পুলিশ ও উত্তরপ্রদেশের পুলিশের সঙ্গে যোগাযোগ করে দুষ্কৃতীদের গ্রেফতার করে তিনজনকে জেলা আদালতে তুলে জেরা করার জন্য নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। জেলা পুলিশ সুপার খান্ডবহালে উমেশ গনপত বলেন, “দিনবাজারে পুলিশকে উদ্দেশ্য করে গুলি চালানোর ঘটনায় তিনটি গাড়ি ও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।”