চুরি হওয়া গাড়ি বিক্রি করতে এসে পুলিশের হাতে ধৃত বিহারের যুবক

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি : পুলিশের সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে ফুলবাড়ি নাকা চেকিংয়ে ধরা পড়ল একটি চুরি হওয়া চারচাকা গাড়ি ও তার চালক। এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ এদিন ফুলবাড়ি এলাকায় গাড়িটি আটক করে। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গ্রেফতার করা হয় চালক লক্ষণ যাদবকে, যিনি বিহারের বাসিন্দা।

Bihar youth arrested by police for trying to sell stolen car

জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গাড়িটি বিহার থেকে চুরি করে জলপাইগুড়িতে বিক্রির উদ্দেশ্যে আনা হচ্ছিল। ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *