সংবাদদাতা, জলপাইগুড়ি, ১২ জুলাই ২০২২ : বাইক ও ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষ, ঘটনাস্থলে মৃত্যু হল বাইক চালকের। মঙ্গলবার মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে জলপাইগুড়ি শিলিগুড়ি রাজ্য সড়কের কালিয়াগঞ্জ সাহেব বাড়ি এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত বাইক চালকের নাম আশিস থাপা, বয়স ২৫ বছর। বাড়ি সদর ব্লকের ভান্ডিগুড়ি চা বাগানে। স্থানীয়দের অভিযোগ, জলপাইগুড়ি শিলিগুড়ি রাজ্য সড়ক দিয়ে দ্রুত গতিতে বাইক চলাচল করে। এর জেরে প্রায় দিনই দুর্ঘটনা হচ্ছে। এদিন বিকেলে দিকে তিনটি বাইকের একটি দল জলপাইগুড়ির গোশালা মোড় থেকে রংধামালির দিকে যাচ্ছিল। সকলেই প্রায় দ্রুত গতিতে ছিল বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। উল্টো দিক থেকে ছোট গাড়ির সঙ্গে আশিসের বাইকের সংঘর্ষ হয়। বিকট শব্দ শুনে আশেপাশের বাসিন্দারা ছুটে আসেন। বাইক চালক ছিটকে রাস্তায় পাশে পড়ে গুরুতর আঘাত লাগায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। অন্যদিকে ছোট গাড়ির একাংশ ভেঙে গেছে বাইকের ধাক্কায়, বাইকও দুমড়ে মুচড়ে গেছে। স্থানীয়রা ছুটে এসে গাড়িতে থাকা জখমদের উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। রক্তাক্ত অবস্থায় বাইক চালক আশিসকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে জানায়। দুটি গাড়ি বাজেয়াপ্ত করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দা সত্যজিৎ মণ্ডল বলেন, বাইক ও ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। বাইক চালকের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। অন্যদের অবস্থা স্থিতিশীল।
