জলপাইগুড়ি : জলপাইগুড়ি জেলা শহরের সব থেকে হাই সিকিউরিটি জোন, যে স্থানে অবস্থিত ডি আই জি থেকে জেলা পুলিশ সুপার, জেলা শাসক থেকে হাই কোর্টের বিচারপতিদের আবাসন। এমন স্থানেই শনিবার রাত নয়টা কুড়ি মিনিট নাগাদ স্কুটি এবং বাইকের মুখোমুখি সংঘর্ষের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়তেই রবিবার আঁতকে উঠেছে শহরবাসী (খবরের শেষে দেখুন ভিডিও)।

সন্ধ্যে হতেই এই পথে সাধারণ মানুষের যাতায়াত কঠিন হয়ে পরে বলে জানাচ্ছেন স্থানীয় বাসিন্দাদের অনেকেই।

স্থানীয় বাসিন্দা দিলীপ পাসোয়ান জানান, রাত সাড়ে নয়টা বাজে তখন লোকজনের চিৎকার এবং আম্বুলেন্সের সাইরেন শুনে বুঝি কিছু হয়েছে, পরে এসে দেখি লোকজনের ভিড় তখন জানতে পারি, স্কুটি ও বাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই রাস্তা দিয়ে অনেক রাত পর্যন্ত ছুটোছুটি করে দ্রুত গতির বাইক।

অপরদিকে রবিবার সকাল হতেই প্রাতভ্রমণকারী থেকে আমজনতার মুখে মুখে ঘুরছে শনিবার রাতের সেই ভয়ঙ্কর দুর্ঘটনার কথা। স্থানীয় সুত্রে জানা গেছে এই দুর্ঘটনায় সুপ্রতিম রায় নামের বছর পঁচিশের এক যুবকের মৃত্যু হয়েছে।

মর্মান্তিক ঘটনার পর জলপাইগুড়ির সুনাগরিকদের একটি বড় অংশ প্রশ্ন তুলছে হাই সিকিউরিটি জোনেই যদি এমন ভয়ঙ্কর দৃশ্য দেখা যায়, তাহলে আমজনতার পথ নিরাপত্তা কোথায়?
