সংবাদদাতা, জলপাইগুড়ি : অভিনব কায়দায় বাইক চুরির অভিযোগ উঠল জলপাইগুড়িতে। ঘর ভাড়া দেখতে এসে বাড়ির মালিকের বাইক নিয়ে চম্পট দিল এক অপরিচিত ব্যক্তি। সারা দিন খোঁজ করেও ওই ব্যক্তির খোঁজ না পেয়ে মঙ্গলবার কোতোয়ালি থানার দ্বারস্থ হলেন গ্রামবাসীরা। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে পুলিশ। শহরতলীর মোহিত নগরের উত্তর কুমার পাড়ার বাসিন্দা নৃপেন চন্দ্র রায়। তাঁর বাড়িতে রবিবার রাতে অপরিচিত এক ব্যক্তি ঘর ভাড়ার জন্য এসেছিলেন বলে দাবি। গ্রামে দীর্ঘদিন থাকা এক ব্যক্তি নৃপেনের বাড়িতে নিয়ে এসেছিলেন ওই অপরিচিত ব্যক্তিকে। ভাড়া থাকার নাম করে রাতে নৃপেনের বাড়িতে দু’জনে ছিলেন। অভিযোগ, সোমবার সকালে অপরিচিত ব্যক্তি চা খাওয়ার নাম করে বাড়ির মালিক নৃপেনের বাইক নিয়ে বের হয়। রাত পর্যন্ত ওই ব্যক্তি ফিরেনি বলে অভিযোগ। বাইক নিয়ে বের হওয়ার পরেই মোবাইল বন্ধ করে দিতেই সন্দেহ হয় সকলের। সব জায়গায় খোঁজ করেও ওই ব্যক্তির নাগাল পাওয়া যায়নি বলে দাবি। ওই অপরিচিত ব্যক্তি এ মাসের ২০ নভেম্বর গ্রামে এসে নিজেকে রেল দফতরের ঠিকাদার বলে দাবি করেছিল। বাড়ি শিলিগুড়ি শিব মন্দির এলাকার, নাম তাপস রায় বলে খবর। যদিও পরিচয়পত্র দেয়নি। বাড়ির মালিক নৃপেন বাবু বলেন,”বাইক চুরি করার উদ্দেশে এসেছিলেন ওই অপরিচিত ব্যক্তি যা পরে বুঝতে পারলাম। নাম ও ঠিকানা ভুয়ো। আমার বাইক নম্বর ‘ডাব্লু বি’ ৭২ জে ৭৬১৫। গাড়ির কাগজ গাড়িতে আছে। থানায় অভিযোগ করলাম।”
