পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে হওয়া নিয়ে নিয়ে সংশয় রয়েছে বললেন বিমান বসু


বিশ্বজিৎ নাথ, কলকাতা : পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে হবে কিনা, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। রবিবার কাঁচড়াপাড়ার কলেজ মোড়ে স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত হয়ে এমনটাই বললেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এদিন তিনি বলেন, মনোনয়ন তোলার প্ৰথমদিনেই মুর্শিদাবাদে খুনের ঘটনা ঘটেছে।

দ্বিতীয় দিনে তৃণমূলের আভ্যন্তরীণ কলহে বোমা-গুলি চলেছে। পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণভাবে করার জন্য যে ধরনের বিধি ব্যবস্থা গ্রহণ করা দরকার, প্রশাসনের তরফে তা এখনও করা হয়নি।

Biman Basu said there is doubt about the Panchayat elections being conducted properly

বিমান বাবুর দাবি, সমস্ত রকমের প্রস্তুতি না নিয়েই নির্বাচন ঘোষণা করা হয়েছে। নির্বাচনে সিভিক পুলিশ নিয়ে তাঁর মন্তব্য, হাইকোর্টের রায় আছে সিভিক পুলিশ দিয়ে ভোট করা যাবে না। তবুও হাইকোর্টের নির্দেশের পরিপন্থী কাজ হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *