সুকান্ত মজুমদারকে গ্রেপ্তারের প্রতিবাদে শ্যামনগর- কাঁচরাপাড়ায় পথ অবরোধ বিজেপির


বিশ্বজিৎ নাথ, কলকাতা, ১০ অক্টোবর : দুই গোষ্ঠী সংঘর্ষে উতপ্ত মোমিনপুর। সেই তপ্ত মোমিনপুরের পরিস্থিতি দেখতে যাবার পথে সোমবার চিংড়ি ঘাটা মোড় থেকে পুলিশ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে পুলিশ গ্রেপ্তার করেছে। এই গ্রেপ্তারির প্রতিবাদে এদিন রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি নিয়েছিল বিজেপি। এদিন বিকেলে বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলা অফিস সংলগ্ন শ্যামনগর মাদার ডেয়ারী মোড় থেকে প্রতিবাদ মিছিল শুরু করে বিজেপি। জেলা সভাপতি সন্দীপ ব্যানার্জির নেতৃত্বে মিছিল ব্যস্ততম ঘোষপাড়া রোডের চৌরঙ্গী মোড়ে পর্যন্ত যায়। সেখানে তারা ২০ মিনিট রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। অভিযোগ, জোর করে অবরোধ তুলতে গেলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের তীব্র বচসা বেধে যায়। জেলা সভাপতি সন্দীপ ব্যানার্জি ছাড়াও এদিনের অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলার সম্পাদক পল্লব কান্তি দাস, জেলার অফিস সম্পাদক ও কোষাধ্যক্ষ যথাক্রমে প্রণব মন্ডল ও বরুণ দাস-সহ অন্যান্য নেতৃবৃন্দ। অপরদিকে বিজেপির রাজ্য সম্পাদিকা ফাল্গুনী পাত্রের নেতৃত্বে কাঁচড়াপাড়ার গান্ধী মোড়ে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী-সমর্থকরা। প্রায় ৩০ মিনিট ধরে চলে অবরোধ চলার পর, বীজপুর থানার পুলিশ এসে অবরোধ তুলে দেয়। প্রতিবাদ কর্মসূচিতে এখানে হাজির ছিলেন ব্যারাকপুর জেলার মহিলা মোর্চার সভানেত্রী পিয়ালী দুবে।

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments

Your email address will not be published. Required fields are marked *