বিশ্বজিৎ নাথ : মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযানকে ঘিরে ধুন্ধুমার কান্ড ঘটে গেল হাওড়া-সহ কলকাতার নানা প্রান্তে। সেই অভিযানে পুলিশি বর্বরতার অভিযোগ তুলে ১২ ঘন্টার বাংলা বনধের ডাক দিল বঙ্গ বিজেপি।

মঙ্গলবার বিকেলে দলের কলকাতার সদর দফতরে সাংবাদিক বৈঠক ডেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ছাত্রদের ওপর বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে আগামীকাল তারা ১২ ঘন্টার বাংলা বনধ ডেকেছেন।

সাধারণ মানুষকে রাস্তায় নেমে বনধ সফল করতে আবেদন জানালেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর কথায়, যে মুখ্যমন্ত্রীকে ক্ষমতায় থাকতে এত ‘দমন পীড়ন’ করতে হয়। তাঁর আর ক্ষমতায় থাকার অধিকার নেই। বাংলার মানুষকে এবার জবাব দেওয়ার সময় এসেছে।