কলকাতা : গণনায় কারচুপির আশঙ্কা করছেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। আগামী ৪ জুন গণনা কেন্দ্র ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে রিটার্নিং অফিসার ও মহকুমা শাসক গণনার কাজে প্রভাবিত করার পরিকল্পনা করেছে। গণনায় কারচুপির আশঙ্কা করে বুধবার নিজের এক্স হ্যান্ডেলে টুইট করেছেন বিজেপি প্রার্থী। বৃহস্পতিবার জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিকদের তিনি বলেন, গণনায় কারচুপির আশঙ্কা করেই নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছি। তাঁর অভিযোগ, রিটার্নিং অফিসার ও মহকুমা শাসক শাসকদলের বিধায়ক ও পুরপ্রধানদের গণনা কেন্দ্রে ঢুকিয়ে গণনার কাজ প্রভাবিত করতে পারে। আর তৃণমূল প্রার্থীর এক ঘনিষ্ঠ ঠিকাদার বিল্টু লাহেরি যাতে গণনা কেন্দ্রে ঢুকতে না পারে, সেটা নির্বাচন কমিশনে জানানো হয়েছে। মহকুমা শাসকের সঙ্গে যোগসাজশ করে ওই ঠিকাদার রান্নার কাজে দুষ্কৃতীদের ঢোকানোর চেষ্টা করছে।
