ভোট-পরবর্তী হিংসা পরিদর্শনে সন্দেশখালিতে বিজেপির কেন্দ্রীয় টিম

কলকাতা : মঙ্গলবার বিকেলে সন্দেশখালির সড়বেড়িয়া এলাকায় আসেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার তৈরি করা চার সদস্যের প্রতিনিধি দল। এই দলে আছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, কেন্দ্রীয় প্রাক্তন আইন মন্ত্রী রবি শংকর প্রসাদ, দুই সাংসদ ব্রিজলাল ও কবিতা পাতিদার। এদিন সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা পাত্রের কাছ থেকে অত্যাচারের বিবরণ শোনেন বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল।

এদিন তাঁরা সড়বেড়িয়ার আগারহাটি গ্রাম পঞ্চায়েতের ছোট বিট পোলের ৪২, ৪৫ নম্বর বুথের বামন ঘেরি এলাকায় গিয়ে আক্রান্ত বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলেন। তাঁদের সঙ্গে কথা বলে বেশ কিছু তথ্য সংগ্রহ করেন প্রতিনিধি দল।

BJP central team in Sandeshkhali to inspect post-poll violence

ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বলেন, এখানে গভমেন্ট স্পন্সরড গুন্ডামি চলছে। শাহজাহানদের মতো গুন্ডাদের নিরাপত্তা দিচ্ছে মমতা ব্যানার্জি। সমস্ত রিপোর্ট জে পি নাড্ডার কাছে তাঁরা জমা দেবেন। বিপ্লব দেবের অভিযোগ, সন্দেশখালির দরিদ্র গ্রামবাসীর ওপর তান্ডব চালাচ্ছে তৃণমূলের গুন্ডাবাহিনী। ডিপ টিউবয়েল থেকে জল নিতে দেওয়া হচ্ছে না। গ্রামবাসীদের পুকুরের জল খেতে হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *