সংবাদদাতা, জলপাইগুড়ি, ১০ সেপ্টেম্বর : চোর ধরো, জেল ভরো স্লোগানকে সামনে রেখে গতকাল ট্রেলার হয়েছে জলপাইগুড়িতে, আগামিতে পুরো সিনেমা হবে নবান্ন অভিযানকে কেন্দ্র করে – দাবি জলপাইগুড়ি জেলা বিজেপির। ১৩ সেপ্টেম্বর কলকাতায় “চোরেদের রানী”কে নবান্ন থেকে টেনে নামাতেই এই অভিযান কর্মসূচি বলে দাবি বিজেপির। শনিবার জলপাইগুড়ি ডিবিসি রোডে সাংবাদিক বৈঠক করলেন বিজেপি জেলা সভাপতি বাপী গোস্বামী। জেলা সভাপতির সঙ্গে ছিলেন বিজেপি জেলা সম্পাদক শ্যাম প্রসাদ, যুব মোর্চার জেলা সভাপতি পলেন ঘোষ। বিজেপি জেলা সভাপতি বাপী বলেন,” তৃণমূলের সব নেতা মন্ত্রীর পাহাড় সমান দুর্নীতি। এর প্রতিবাদে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নবান্ন অভিযানের ডাক দিয়েছেন। সেই মিছিলে রাজ্যের সব জেলা থেকে লক্ষ লক্ষ মানুষ যাবেন। নবান্নের ১৪তলার চোরেদের রানীকে কেটে নামানোর ডাক দেওয়া হয়েছে। তৃণমূল নেতাদের কাটমানি, গরু পাচার, কয়লা পাচার, বালি পাচারের সঙ্গে যুক্ত। কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে তৃণমূল নেতাদের বাড়িতে। গতকাল সিনেমার ট্রেলার দেখালাম আগামীতে পুরো সিনেমা দেখানো হবে।”
