শাসক দলের বিভিন্ন গোষ্ঠীর দাদাগিরির জেরে একের পর এক শিল্প বন্ধ হচ্ছে অভিযোগ বিজেপির

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২২ নভেম্বর’২৩ : জলপাইগুড়ি’র রানীনগরের শিল্প তালুতে ও মোহিত নগরের এক সিমেন্ট কারখানাকে কেন্দ্র করে শাসক দলের বিভিন্ন গোষ্ঠীর দাদাগিরি চলছে অভিযোগ বিজেপি। এর জেরে একের পর এক শিল্প বন্ধ হচ্ছে ও নতুন শিল্পপতিরা আসতে চাইছেন না বলে অভিযোগ বিজেপির। অন্যদিকে শহর ও শহরতলীর এলাকার ট্র‍্যাফিক ব্যবস্থা তলানিতে। বেআইনিভাবে গাড়ি ধরে টাকা তোলা হচ্ছে বলে অভিযোগ বিজেপি।

BJP complains that industries are being shut down one after another due to the bigotry of various groups of the ruling party

বুধবার একাধিক অভিযোগ তুলে বিজেপি কোতোয়ালি থানা ঘেরাও কর্মসূচিতে সামিল হল। এ দিন শহরের ডিবিসি রোডের বিজেপি কার্যালয় থেকে মিছিল করে বিজেপি নেতা কর্মীরা কোতয়ালী থানায় উপস্থিত হয়। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি সাংসদ জয়ন্ত কুমার রায়, বিজেপি জেলা সভাপতি বাপী গোস্বামী, বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি পলেন ঘোষ, বিজেপি জেলা সাধারণ সম্পাদক শ্যাম প্রসাদ সহ প্রমুখ। থানায় বিক্ষোভ দেখিয়ে একাধিক দাবিপত্র তুলে দিল বিজেপি।

বিজেপি জেলা সভাপতি বাপী গোস্বামী বলেন,”শহরের দাপিয়ে বেড়াচ্ছে বেআইনিভাবে বালি পাথরের ডাম্বার। প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে ট্র‍্যাফিক পুলিশ কয়লা, গরু থেকে টাকা তুলছে। বিজেপি কর্মীদের মিথ্যে মামলা দেওয়া হচ্ছে। অন্যদিকে রানীনগরের শিল্পতালু ও মোহিত নগরের সিমেন্ট কারখানা কার দখলে চলবে এই নিয়ে চলছে শাসক দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। এই সব বন্ধ করার দাবি জানাই।”

অন‍্যদিকে সাংসদ জয়ন্ত রায় বলেন,”শাসক দলের দাদাগিরির জন্য শিল্প আসতে চাইছে না। গতবছর কত কথা শোনানো হয়েছিল রাজ্যে শিল্প আসছে আদেও কি আসছে। আর রানীনগরে শিল্প ভালো নেই। নিজেদের মধ্যে চলছে গোষ্ঠীদ্বন্দ্ব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *