সংবাদদাতা, জলপাইগুড়ি : বেআইনীভাবে যারা চাকরী দিয়েছে সেই সব তৃণমূলের নেতা কর্মীদের বাড়ি ঘেরাও করার কথা বলেন বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপী গোস্বামী। শনিবার এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের বুথ স্তর থেকে রাজ্যর সব নেতারাই চাকরী চুরির সাথে যুক্ত রয়েছে। অবিলম্বে তাদের ধরে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা তিনি বলেন। তিনি আরও বলেন, যেই সমস্ত যুবক যুবতীরা আছেন যাদের চাকরী পাওয়া প্রাপ্য তারা আজকে বঞ্চিত অথচ পড়াশোনাহীন অযোগ্য ছেলে ও মেয়ে যারা তৃণমূলের নেতা বা কর্মীদের আত্মীয় তারাই চাকরি পাচ্ছেন। আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বুবাই কর, তপন রায় সহ অন্যান্য নেতারা।
