সংবাদদাতা, জলপাইগুড়ি, ২ সেপ্টেম্বর’২৩ : ২৪ এর লোকসভা নয়, ২৩ এর ধুপগুড়ি উপ নির্বাচনের আসরেই জলপাইগুড়িতে বড় ভাঙ্গন গেরুয়া শিবিরে। ধুপগুড়ি উপ নির্বাচনের প্রচারে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় জোর ধাক্কা দিলেন বিজেপিকে। একদা বিজেপির প্রাক্তন উত্তরবঙ্গের কো অর্ডিনেটর তথা জলপাইগুড়ি জেলা বিজেপির প্রাক্তন সভাপতি দীপেন প্রামাণিক শনিবার ধুপগুড়ি উপ নির্বাচনের প্রচারে আসা তৃণমুল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের হাত থেকে দলীয় পতাকা নিয়ে আনুষ্ঠানিকভাবে যোগ দেন তৃণমুল কংগ্রেস দলে। যদিও রাজনৈতিক মহলের ধারণা বিজেপি ছেড়ে দীপেন বাবুর তৃণমূলে যোগ দেওয়া ছিল সময়ের অপেক্ষা। কারণ বিজেপির বর্তমান জেলা সভাপতির সাথে তার সম্পর্ক ভালো ছিল না। অন্যদিকে তৃণমূলের জেলা নেতৃত্বের সাথে তার সখ্যতা বৃদ্ধি পাচ্ছিল। যদিও তৃণমূলে যোগদানের পর এ নিয়ে মুখ খোলেন নি দীপেন বাবু।

শনিবার ধুপগুড়ি উপ নির্বাচনের প্রচারে ফোনির মাঠে নির্বাচনী জনসভায় তৃণমূলে যোগ দেন দীপেন প্রামানিক। বিজেপির রাজ্য কমিটির সদস্য থাকা অবস্থাতেই তৃণমূলে যোগ দিলেন দীপেন প্রামানিক।

নতুন দলে যোগ দিয়ে দীপেন প্রামানিক জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যজুড়ে যে উন্নয়নের জোয়ার এসেছে তাতে সামিল হতে তিনি তৃণমূলে যোগ দিয়েছেন। বিজেপি ছাড়ার কারনটা তিনি এদিন স্পষ্ট করে কিছু জানান নি। বলেছেন যা বলার পাঁচ তারিখ ভোটগ্রহনের পরেই জানাবেন।

যদিও দীপেন প্রামানিকের দল ছাড়া প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় নেতা দিলীপ ঘোষ বলেন, হয়তো দলে ওনার কোন অসুবিধা হচ্ছিল তাই গেছেন। বিজেপি ছেড়ে অনেকেই গেছেন তাতে বিজেপির কোন ক্ষতি হয় নি, বরং বিজেপি বড় হয়েছে।