বিশ্বজিৎ নাথ, কলকাতা, ২৬ আগস্ট’২৩ : তৃণমূলের বর্তমান সভাপতির নাম আমজনতা বলতেই পারবে না। কারন, দলে ওনাকে কোণঠাসা করে রাখা হয়েছে। পঞ্চায়েত নির্বাচনে ভোট লুঠ ও ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে শনিবার সন্ধেয় কাঁকিনাড়ায় আয়োজিত সভায় এসে এমনটাই দাবি করলেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। তাঁর দাবি, যারা দলটা তৈরি করেছিলেন।

তাদের দলে কোনও গুরুত্ব নেই। দিদিমণি উত্তরাধিকারী হিসেবে ভাইপোকে তুলে ধরেছেন। তৃণমূল সুপ্রিমো মমতা বাঁধপাধ্যায়কে নিশানা করে জিতেন্দ্র তেওয়ারি বলেন, আগে দিদি বাংলাকে নিয়ে ভাবতেন। তাই দিদির সঙ্গে ছিলাম। এখন বাংলার দিদি বাংলার পিসিতে পরিণত হয়েছেন। তাই ওনার সঙ্গ ছেড়েছি। এদিনের সভায় জিতেন্দ্র তেওয়ারি ছাড়াও হাজির ছিলেন মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র, যুব মোর্চার রাজ্য সম্পাদক উত্তম অধিকারী, যুব নেতা বিট্টু জয়সওয়াল, রবি শঙ্কর চৌধুরী, ভাটপাড়া মন্ডল-২ সভাপতি গোপাল সাউ, উত্তম চৌধুরী প্রমুখ।