সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৪ ফেব্রুয়ারি’২৪ : অন্যান্য জায়গার সাথে জলপাইগুড়ি কোতোয়ালী থানার সামনেও বিক্ষোভ এবং থানা ঘেরাও কর্মসূচি পালন করলেন বিজেপির মহিলা মোর্চার সদস্যারা। শনিবার সন্ধ্যার এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির মন্ডল এবং জেলা নেতৃত্ব।

আক্রান্ত সন্দেশখালির মহিলাদের পাশে দাঁড়াতে এবং পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে এদিনের এই থানা ঘেরাও কর্মসূচি বলে জানান বিজেপির মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা অঙ্কিতা ছেত্রী। এদিন বিজেপির জেলা কার্যালয় থেকে একটি মিছিল করে মহিলা মোর্চার সদস্যরা কোতোয়ালির থানার সামনে উপস্থিত হন। সন্দেশখালীর ঘটনা নিয়ে রাজ্য সরকার ও পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন উপস্থিত মহিলা মোর্চার সদস্যরা।