বিশ্বজিৎ নাথ, কলকাতা, ৪ নভেম্বর’২৩ :
রেশন দুর্নীতি মামলায় ইতিমধ্যেই কেন্দ্রীয় এজেন্সির হাতে ধৃত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান। রেশন দুর্নীতি কাণ্ডে ধৃতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে?শুক্রবার বিকেলে বিক্ষোভ মিছিল করলো বিজেপি। হালিশহর জেটিয়া পাঁচমাথা মোড় থেকে মিছিল শুরু হয়ে লেভেল ক্রসিং পর্যন্ত গিয়ে মিছিল শেষ হয়। উক্ত মিছিলে এদিন হাজির ছিলেন বিজেপির ব্যারাকপুর সংগঠনিক জেলার সভাপতি মনোজ ব্যানার্জি, জেলার সাধারণ সম্পাদক রূপক মিত্র, নৈহাটি বিধানসভা কেন্দ্রের কনভেনার বিনোদ গোন্ড প্রমুখ। মিছিলে যোগ দিয়ে বিজেপির ব্যারাকপুর জেলার সভাপতি মনোজ ব্যানার্জি বলেন, আগামীদিনে মন্ত্রী সভার বৈঠক সেন্ট্রাল কিংবা প্রেসিডেন্সি জেলে হবে। দূর্নীতির দায়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের পুরপ্রধান ও পঞ্চায়েত প্রধানরাও জেলে যাবে। অপরদিকে জেলার সাধারণ সম্পাদক রূপক মিত্র বলেন, রেশন দুর্নীতি মামলায় ধৃত জ্যোতিপ্রিয় মল্লিকের কাছ থেকে দিদিমণি ভাগ পেয়েছেন। তাই জ্যোতিপ্রিয়ের হয়ে দিদিমণিকে গলা ফাটাতে হচ্ছে।
