বিরোধীরা লড়াই করার আগেই ময়দান ছেড়ে চলে গেছে বললেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ (ভিডিও সহ)

শিলিগুড়ি : ভোট দেখে মনে হচ্ছে বিরোধীরা লড়াই করার আগেই ময়দান ছেড়ে চলে গেছে। শুক্রবার সকাল সকাল ভোট দিয়ে এমনই প্রতিক্রিয়া দিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ। এদিন সকালে সস্ত্রীক শিলিগুড়ি পুরনিগমের ২৪ নম্বর ওয়ার্ডের জগদীশ চন্দ্র বিদ্যাপিঠে ভোট দেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। ভোট দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এত নিরুত্তাপ ভোট হচ্ছে। দেখে মনে হচ্ছে যেন বিরোধীরা লড়াই করার আগেই ময়দান ছেড়ে চলে গেছে। দার্জিলিং লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী রাজু বিস্তা পাঁচ লক্ষের বেশি ব্যবধানে জয়লাভ করার ব্যাপারে তিনি আশাবাদী। পাশাপাশি তিনি দাবি করলেন, উত্তরবঙ্গের আটটি আসনেই বিজেপি জয়লাভ করবে।

উল্লেখ্য, আজ দেশে দ্বিতীয় দফার লোকসভার ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ ১৩টি রাজ্যে মোট ৮৮টি আসনে ভোটগ্রহণ হবে। এ রাজ্যের তিনটি কেন্দ্রে আজ ভোটগ্রহণ চলছে।এই তিনটি কেন্দ্র হল দার্জিলিং, বালুরঘাট ও রায়গঞ্জ। এই তিনটি কেন্দ্রেই সকাল থেকে ভোটারদের লম্বা লাইন দেখা গেছে। এই তিনটি আসনের জন্য মোট ২৭২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মেতায়েন করা হয়েছে। ২০১৯ এর লোকসভা ভোটে এই তিনটি কেন্দ্রেই জয় পেয়েছিল বিজেপি। বালুরঘাট কেন্দ্রে জয়ী হয়েছিলেন বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রায়গঞ্জ কেন্দ্রে জিতেছিলেন বিজেপির দেবশ্রী চৌধুরী এবং দার্জিলিং আসনে জয়ী হয়েছিলেন বিজেপির রাজু বিস্তা। তিনজনের মধ্যে দুইজন সুকান্ত এবং রাজু নিজেদের পুরোনো আসনেই এবার প্রতিদ্বন্দ্বীতা করছেন। সকাল ১১টা পর্যন্ত রাজ্যের তিনটি কেন্দ্রে ভোট পড়েছে যথাক্রমে বালুরঘাট ২৮.১১%, দার্জিলিং ৩২.৭৫% এবং রায়গঞ্জ ৩২.৫১% , অর্থাৎ রাজ্যে ভোটের হার ( সকাল ১২টা পর্যন্ত) ৩১.২৫%. অন্যদিকে এদিন প্রথম দুই ঘন্টায় নির্বাচন কমিশনে অভিযোগ জমা পড়েছে ২৪১টি। এদের মধ্যে সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে ১১৮টি রায়গঞ্জে। বালুরঘাটে ৯০টি এবং দার্জিলিং এ ৩৩টি অভিযোগ জমা পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *