সংবাদদাতা, জলপাইগুড়ি, ২১ জুলাই’২৩ : পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক কারচুপি, সন্ত্রাস, এর বিরূদ্ধে রাজ্য জুড়ে বিডিও অফিস অভিযান কে ঘিরে ব্যাপক নিরাপত্তা জলপাইগুড়ি এবং রাজগঞ্জ বিডিও কার্যালয়ে, গতকাল রাত থেকেই জারি করা হয়েছে ১৪৪ ধারা, শুক্রবার সকাল থেকে এই দুই ব্লকের বিডিও কার্যালয়ের সামনে মোতায়ন করা হয়েছে আধা সেনা জওয়ানদের, পরিস্থিতি ওপর নজরদারি করছেন জেলা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা।

সব মিলিয়ে বিডিও অফিস চত্তরে টানটান উত্তেজনা সকাল থেকেই। এই আন্দোলন প্রসঙ্গে বিজেপি নেত্রী তথা ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক শিখা চ্যাটার্জি বলেন, পঞ্চায়েত ভোটের সমস্থ দুর্নীতির মাথা হচ্ছে এই বিডিওরা, এরাই উদর পিন্ডি বুদোর ঘাড়ে চাপিয়ে দিয়ে এক তরফা ভাবে দুর্নীতি করে গেছে শাসক দলকে জেতাতে। এর প্রতিবাদেই আজ আমাদের বিডিও অফিস অভিযান কর্মসূচি।