বিশ্বজিৎ নাথ, কলকাতা, ১২ ফেব্রুয়ারি’২৪ : সন্দেশখালির ঘটনার প্রতিবাদে বিধানসভা ছাড়ল বিজেপি বিধায়করা। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ‘ সন্দেশখালির সঙ্গে আছি’ লেখা টি শার্ট পরে বিধানসভায় বিক্ষোভ দেখায় বিজেপি বিধায়করা। তাঁরা বিধানসভা ওয়াক আউট করে বাইরে বেরিয়ে আসেন। ঘটনায় সাসপেন্ড শুভেন্দু-সহ ছয় বিজেপি বিধায়ক।

অন্যদিকে সন্দেশখালিতে মা-বোনদের ওপর অত্যাচারের প্রতিবাদে সোমবার বিকেলে ব্যারাকপুর জেলার বিশ্ব হিন্দু পরিষদ ও হিন্দু জাগরণ মঞ্চের যৌথ উদ্যোগে ধিক্কার মিছিল ব্যারাকপুরে। এদিন বিকেলে ব্যারাকপুর স্টেশনের কাছ থেকে মিছিল শুরু হয়ে টিটাগড় থানা পর্যন্ত যাবার কথা ছিল।

কিন্তু পুলিশ চিড়িয়া মোড়ে সেই মিছিল আটকে দেয়। উক্ত মিছিলে এদিন হাজির ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের ব্যারাকপুর জেলার সম্পাদক পিনাকী চ্যাটার্জি ও হিন্দু জাগরণ মঞ্চের ব্যারাকপুর জেলার সম্পাদক রোহিত সাউ। প্রতিবাদী মিছিল নিয়ে পিনাকী চ্যাটার্জি বলেন, সন্দেশখালিতে মা-বোনদের ওপর অত্যাচারের প্রতিবাদে এই মিছিল। ঘটনার প্রতিবাদে টিটাগড় থানায় ডেপুটেশন দিতে যাচ্ছিলাম। কিন্তু পুলিশ মাঝপথে তাদের আটকে দেয়।