টিটাগড় পুরসভার পুরপ্রধানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ বিজেপির

বিশ্বজিৎ নাথ : বেশ কয়েকদিন ধরেই সামাজিক মাধ্যমে টিটাগড় পুরসভার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে ‘টিটাগড় কি আওয়াজ’ নামক একটি ফেসবুক আইডি থেকে। গত ২৪ ডিসেম্বর সাংবাদিক বৈঠক ডেকে পুরপ্রধান কমলেশ সাউ বলেছিলেন, বিজেপির কিছু পচা মাল তৃণমূলে এসে পুরসভার বদনাম করছে। বিজেপি কর্মীদের পচা মাল বলে সম্মোধন করায় শুক্রবার বেলায় টিটাগড় পুরসভার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা।

উক্ত বিক্ষোভে হাজির ছিলেন আইনজীবী তথা বিজেপি নেতা কৌস্তভ বাগচী, বিশাল জয়সওয়াল, ব্যারাকপুর-৩ মন্ডল সভাপতি ধরমপাল প্রসাদ প্রমুখ। বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়ে কৌস্তভ বাগচী বলেন, বিজেপি কর্মীদের উদ্দেশ্যে কু-কথা বলায় পুরপ্রধানকে পদত্যাগ করা উচিত। যদিও পুরপ্রধানের কোনও ক্ষমতা নেই। ওনাকে চালায় সাংসদ পার্থ ভৌমিক এবং বিধায়ক রাজ চক্রবর্তী। তাই ওনার রাজনৈতিক অভিভাবকদের ক্ষমা চাওয়ার দাবি করছি।

BJP protests demanding the resignation of the mayor of Titagarh municipality

ক্ষমা না চাইলে তারা রাজনৈতিকভাবে এর মোকাবিলা করবেন। অপরদিকে ব্যারাকপুর-৩ মন্ডল সভাপতি ধরমপাল প্রসাদ বলেন, ক্ষমা না চাইলে তাঁরা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন। পুরপ্রধান কমলেশ সাউয়ের দাবি, তিনি বলেছেন তৃণমূল থেকে কয়েকটা পচা মাল বিজেপিতে গেছে। আর বিজেপি থেকে কয়েকটা পচা তৃণমূলে এসে উল্টোপাল্টা কাজ করছে। তাঁর কথায়, ওরা সারাজীবন পদত্যাগ চাইতে থাকবে। দেখবেন ওরাই একদিন পদত্যাগ হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *