সন্দেশখালির ঘটনার প্রতিবাদে জলপাইগুড়িতে বিজেপির বিক্ষোভ (ভিডিও সহ)

সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৫ ফেব্রুয়ারি’২৪ : সন্দেশখালির নারী নির্যাতনের ঘটনার বিচার চেয়ে, তৃণমূলের লাগামহীন সন্ত্রাসের প্রতিবাদে এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ওপর আক্রমনের প্রতিবাদে বিজেপির পুলিশ সুপার অফিস ঘেরাও এবং বিক্ষোভ কর্মসূচী জলপাইগুড়িতে। এদিন জলপাইগুড়ি পুলিশ সুপার অফিস ঘেরাও কর্মসূচিকে ঘিরে ধুমধুমার কান্ড ঘটে পুলিশ সুপার দপ্তর সংলগ্ন এলাকায়।

বৃহস্পতিবার শহরের ডিবিসি রোডের  জেলা বিজেপি কার্যালয় থেকে বিজেপির নেতা কর্মীরা, মিছিল করে পুলিশ সুপার দপ্তরের কাছে আসেন। মিছিলের নেতৃত্ব দেন বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী। যদিও বিজেপি কর্মিদের আটকাতে জলপাইগুড়ি শহরের পিডব্লিউডি মোড় এলাকায় বাঁশের ব্যারিকেড‌ দিয়ে রাস্তা আটকে দেয় পুলিশ।


যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। এর ফলে সেখানে জমায়েত হয়ে ক্ষোভ প্রকাশ করে বিজেপি কর্মিরা‌। পুলিশের সঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে পড়েন তারা। বাঁশের ব্যারিকেডের‌ ওপরে উঠে পড়েন বিজেপি নেতা কর্মিরা। শেখ শাহজাহান, শিবু হাজরাদের অবিলম্বে গ্রেপ্তার  করা না হলে আগামীতে আন্দোলন আরও জোরদার হবে বলে হুমকি দেন বিজেপি নেতারা।

এদিন রাস্তা আটকে দেওয়ার ফলে টোটো সহ অন্যান্য যানবাহন চলাচলের ক্ষেত্রে ব্যাপক‌ অসুবিধা তৈরি হয়। সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রীদের। আন্দোলনে অংশ নেওয়া বিজেপি নেতা কর্মিদের‌ অভিযোগ, সন্দেশখালি ঘটনার সঙ্গে যুক্ত মূল অপরাধীদের গ্রেপ্তার করছে না‌ পুলিশ।

বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী কটাক্ষ‍্য করে বলেন আজ ছিল ট্রেলার। যদি না শুধরায় এরপর এসপি অফিসে কি করতে হয় সেটা দেখিয়ে দেওয়া হবে। এদিনের আন্দোলনের পর জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার সৌভনিক মুখার্জী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *