সংবাদদাতা, জলপাইগুড়ি, ৪ নভেম্বর’২৩ :
রেশন দুর্নীতির অভিযোগ তুলে জলপাইগুড়ির বিজেপি সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায়ের উপস্থিতিতে শুক্রবার রাতে জলপাইগুড়ি শহরে বিক্ষোভ মিছিলের আয়োজন জেলা বিজেপির। সাংসদের অভিযোগ, যেভাবে রেশনের চাল, গম চুরি হয়েছে। তৃণমূল সরকার গরিব মানুষকে বঞ্চিত করে তাদের রেশনের সামগ্রী চুরি করেছে এবং চুরি করার অপরাধে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করা হয়েছে। এই দুর্নীতির বিরুদ্ধে জেলা জুড়েই বিজেপি বিক্ষোভ মিছিলে সামিল হয়েছে।
