বিশ্বজিৎ নাথ, কলকাতা : বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল ও চন্দননগর পুরনিগমের ভোটে অবাধ ও শান্তিপূর্ন নির্বাচন হচ্ছেনা বলেই দাবি করলেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। শনিবার চার পুরনিগমের ভোট নিয়ে শমীক ভট্টাচার্য বলেন, নির্বাচন কমিশন, পুলিশ ও তৃণমূলের বিরুদ্ধে তাদেরকে লড়তে হচ্ছে। এই মুহূর্তে বাংলার যা পরিস্থিতি, তাতে অবাধ নির্বাচন কোনওমতেই সম্ভব নয়। শমীক বাবুর অভিযোগ, শুক্রবার রাত থেকেই বিধাননগরের বিভিন্ন জায়গায় বহিরাগতরা ভিড় জমিয়েছে। বিধাননগরে বিজেপি প্রার্থী সাধনা ঢালির বাড়িতে আক্রমন করা হয়েছে। দলীয় প্রার্থী দীপা নস্করকে হেনস্থা করা হয়েছে। ৩১ নম্বর ওয়ার্ডের প্রার্থী দেবাশীষ জানা ভুয়ো ভোটার ধরেছেন। বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের দাবি, নাকা চেকিংয়ের কোনও অর্থ নেই। নাকা চেকিং মানেই সাধারণ মানুষকে বিব্রত করা।
