“পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা যেদিকে যাচ্ছে সেরকম হলে আগামীতে কেন্দ্রীয় সরকার এ রাজ্যে ৩৫৬ ধারা প্রয়োগ করতে বাধ্য হবে”- সুকান্ত মজুমদার

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি, ২০ মার্চ ২০২২ : বর্তমানে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা যাচ্ছে সেরকম হলে আগামীতে কেন্দ্রীয় সরকার এ রাজ্যে ৩৫৬ ধারা প্রয়োগ করতে বাধ্য হবে। রবিবার জলপাইগুড়ি ডিবিসি রোডের বিজেপির দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে এমনই জানালেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।

সুকান্ত মজুমদারের সাংবাদিক সম্মেলন

জলপাইগুড়ি জেলার সংসদ ডাঃ জয়ন্ত কুমার রায়, জেলা সভাপতি বাপি গোস্বমি এদিন উপস্থিত ছিলেন সাংবাদিক সম্মেলনে। এদিন একাধিক ইস্যু নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। সুকান্ত বাবু বলেন, এ রাজ্যের মুখ্যমন্ত্রীর উচিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর কাছ থেকে শিখে আসা যে কিভাবে প্রশাসন কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় আর দুষ্কৃতীদের সাথে কি ধরনের আচরণ করতে হয়

সুকান্ত বাবু রানাঘাটের প্রসঙ্গ তুলে বলেন, যেভাবে রাজ্যের একজন সাংসদ জগন্নাথ সরকার যিনি বিপুল ভোটে জয়লাভ করেছেন তার ওপরও আক্রমণ করা হয়েছে। এটাই প্রমাণ করে বিরোধী দলের সাংসদদের কোন সুরক্ষা নেই। আর সাধারন বিজেপি কর্মীদের অবস্থা ততটাই খারাপ। পাশাপাশি রাজ্যে ইদানিং যে সকল শুট আউটের ঘটনা ঘটেছে তার জন্য পুলিশ মন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী বলে জানান সুকান্ত বাবু।

সাংসদ ও জেলা সভাপতির সাথে

“কাশ্মীর ফাইলস” সত্য ঘটনার উপর তৈরি। এ নিয়ে বিতর্ক কিছু হলে তা খারাপ নয়। মানুষের ভালো লেগেছে তাই সেটি দেখছে। আর যে সিনেমা মানুষকে ভাবতে শুরু করায়, বুঝতে হবে তার মধ্যে বিষয়বস্তু কিছু রয়েছে। এই রাজ্যে এই সিনেমার উপর কর ছাড় মুখ্যমন্ত্রী দেবেন না। কারণ বাঙালিরা যদি এই সিনেমা দেখতে পারেন তাহলে তাদের সাথে ভবিষ্যতে কি হবে তা এর মাধ্যমেই পরিষ্কার হবে বলে তীব্র কটাক্ষ করেন তিনি।

গরু পাচার রুখতে স্বরাষ্ট্র মন্ত্রীর দারস্থ হতে চলেছে বিজেপি। জলপাইগুড়ি সাংসদকে সাথে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে দেখা করার আশ্বাস রাজ‍্য সভাপতি সুকান্ত মজুমদারের। রবিবার জলপাইগুড়ি বিজেপির জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন সুকান্ত বাবু। প্রয়োজনে বি এস এফ আধিকারিক দের সাথেও কথা বলবেন তিনি। তিনি আরও অভিযোগ করেন জলপাইগুড়ি জেলায় ড্রাগের কারবারও বেড়েছে।

ভিডিও দেখুন

অন্যদিকে বাবুল সুপ্রিয়র গান প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতির কটাক্ষ:- মানুষই চিনে নিক মানুষ কেমন, একসময় তৃণমূলের বিরুদ্ধে গান করেছেন বাবুল, আর এখন তৃণমূলে গিয়ে ভিন্ন সুর ধরেছেন তিনি

সৈকত চ্যাটার্জী, জেলা যুব তৃণমূলের সভাপতি

জলপাইগুড়ি জেলা যুব তৃণমূলের সভাপতি সৈকত চ্যাটার্জী সুকান্ত বাবুর সাংবাদিক সম্মেলন প্রসঙ্গে কটাক্ষ করে বলেন, ওনাকে জলপাইগুড়ি এসে হোলি খেলতে হল কেন? নিজের জায়গায় কি ওনাকে হোলি খেলতে দিচ্ছে না মানুষ। আর বিজেপি কাশ্মীর ফাইল চালাবে কিনা সেটা ওদের বিষয়। তবে ওই দায় বিজেপি এড়াতে পারে না।

দেখুন ভিডিও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *