রাজ্য সরকারের কাছ থেকে কোনো বিষয়ে কোনো সহযোগিতা পাচ্ছে না কেন্দ্রীয় সরকার অভিযোগ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি, ৩ জুন ২০২২ : জলপাইগুড়িতে এলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শুক্রবার তিনি শহরের কামারপাড়াস্থিত নিজের শ্বশুরবাড়িতে যান।

সুকান্ত বাবু বলেন, একশো দিনের কাজে মানুষকে কাজ না দিয়ে বিভিন্ন ভাবে লুট করছে রাজ্য সরকার। পাশাপাশি অন্যায়ভাবে সেই টাকা তুলে নেওয়া হচ্ছে বলে অভিযোগ তার। মানুষ তার প্রাপ্য পাচ্ছেন না। প্রধানমন্ত্রী বলেছিলেন স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে প্রতিটি জেলায় ৭৫ টি করে পুকুর খননের কথা। এখানে চাষের কাজে প্রচুর পরিমাণে ভূগর্ভস্থ জল তোলা হচ্ছে। একদিন এমন সময় আসবে তখন আর ভূগর্ভস্থ জল পাওয়া যাবে না। রাজ্য সরকার কোন ভাল কথাই শুনছে না বলে তিনি অভিযোগ করেন।

চা বাগানের শ্রমিকদের জন্য আমরা হৃদয় দিয়েই ভাবি। তাই চা-বাগানের একজন শ্রমিক জন বারলাকে কেন্দ্রীয় মন্ত্রী করেছি। কিন্তু রাজ্য সরকারের কাছ থেকে কোনো বিষয়ে কোনো সহযোগিতা পাচ্ছেন না কেন্দ্রীয় সরকার বলে অভিযোগ করেন তিনি। এদিন জলপাইগুড়ি থেকে ধুপগুড়িতে দলীয় সভার উদ্দেশ্যে রওনা দেন সুকান্ত বাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *