শিলিগুড়ি : বৃহস্পতিবার রাতে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে পৌঁছলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। বিমানবন্দরে নেমেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি এবং সাম্প্রতিক বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে তার মতামত তুলে ধরেন।
সংসদ ভবনে উত্তাল পরিস্থিতির অন্যতম কারণ বিআর আম্বেদকর ইস্যু। এই বিষয়ে সুকান্ত বাবু স্পষ্ট বক্তব্য রাখেন। তিনি বলেন, “বিআর আম্বেদকরের প্রতি বিজেপি সরকার সবসময় শ্রদ্ধাশীল। তার দেখানো পথেই দল কাজ করে চলেছে। কিন্তু বিরোধীরা এই ইস্যুকে হাতিয়ার করে সংসদে অযথা বিশৃঙ্খলা তৈরি করছে।”
বাগডোগরা বিমানবন্দরে তার আগমনের সময় উপস্থিত ছিলেন বিজেপির স্থানীয় নেতৃত্ব ও কর্মীরা। তাকে স্বাগত জানাতে সেখানে জড়ো হয়েছিলেন অসংখ্য সমর্থক।