সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৬ জানুয়ারি’২৪ : পুরুলিয়ায় সনাতনী সাধুদের উপর আক্রমনের ঘটনার প্রতিবাদে পথে নামলো বিজেপি জলপাইগুড়িতে। মঙ্গলবার উপরোক্ত ঘটনাকে তীব্র ধিক্কার জানানোর পাশপাশি আক্রমণকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে একটি পথসভা করে জলপাইগুড়ি কোতোয়ালি থানার সামনে।

এই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয় বিজেপির শহর মন্ডল ১এবং ২ মণ্ডলের সভাপতি সহ সদস্যরা। ঘটনাকে তীব্র ধিক্কার জানিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক শ্যাম প্রসাদ। অপরদিকে বিজেপির শহর (১) নম্বর মণ্ডলের সভাপতি মনোজ কুমার শা নিজের বক্তব্যে বলেন, পশ্চিমবঙ্গে সনাতনীদের ওপর হামলার ঘটনা বাড়ছে, এর পেছনে চক্রান্ত রয়েছে বলে এদিন অভিযোগ করেন তিনি।