জলপাইগুড়ি : ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে শক্তিশালী করতে মাঠে নেমেছে বিজেপি। জলপাইগুড়ি শহরের ডিবিসি রোডের বিজেপি জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এক সাংগঠনিক বৈঠকে উপস্থিত হয়ে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় দলের অভ্যন্তরীণ ঐক্যের উপর জোর দেন। পুরোনো সমস্যা ও অভিমান ভুলে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিয়ে তিনি বলেন, “২০২৬ সালের ভোটে বিজেপি জয়ী হবে এবং সরকার গঠন করবে।”
লকেট চট্টোপাধ্যায় বাংলার বর্তমান পরিস্থিতি এবং সীমান্ত পারের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে নীরব রয়েছেন। কিন্তু বিজেপি রাস্তায় নেমে প্রতিবাদ করছে।” তিনি আরও বলেন, “বাংলাদেশের পরিস্থিতি বাংলায় প্রভাব ফেলতে পারে। রাজ্য সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ।”
তিনি অভিযোগ করেন, “বাংলার মাদ্রাসাগুলিতে জঙ্গি কার্যকলাপ চলছে, কিন্তু রাজ্য সরকার তা নিয়ন্ত্রণে সম্পূর্ণ উদাসীন।” একইসঙ্গে মালদার তৃণমূল কর্মী হত্যার ঘটনার জন্য রাজ্য সরকারকে দায়ী করেন তিনি।
এই বৈঠকে লকেটের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি বাপি গোস্বামীসহ অন্যান্য নেতারা। দলের সংগঠন মজবুত করার পাশাপাশি রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে লকেট বলেন, “বিজেপি পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম শক্তি। ২০২১ সালে আমরা ৭৭টি আসনে জয়ী হয়েছিলাম। এবার ২০২৬ সালে সরকার গঠন করব।”
লকেট চট্টোপাধ্যায়ের এই বক্তব্য এবং বিজেপির সাংগঠনিক প্রস্তুতি বিধানসভা ভোটের আগে জেলায় রাজনৈতিক উত্তাপ বাড়াবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।