স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে বিজেপির যুব মোর্চার উদ্যোগে তেরঙ্গা যাত্রা নৈহাটি ও শ্যামনগরে

বিশ্বজিৎ নাথ, কলকাতা, ১১ আগস্ট : স্বাধীনতার ৭৫ বছর পূর্তি ও আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে বুধবার তেরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছিল। নৈহাটির নদীয়া জুটমিলের কাছ থেকে তেরঙ্গা যাত্রার পদযাত্রা শুরু হয়ে ঘোষপাড়া রোড ধরে গৌরীপুর চৌমাথায় গিয়ে পদযাত্রা শেষ হয়। এদিনের তেরঙ্গা যাত্রায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সম্পাদিকা ফাল্গুনী পাত্র, ব্যারাকপুর জেলার সভাপতি সন্দীপ ব্যানার্জি, রাজ্য যুব মোর্চার সম্পাদক উত্তম অধিকারী, ব্যারাকপুর জেলার যুব মোর্চার সম্পাদক যথাক্রমে দেবরাজ পাল ও চিরঞ্জীব সিং এবং জেলার যুব মোর্চার সহ-সভানেত্রী জিনিয়া চক্রবর্তী, বিমল কৃষ্ণ ভাওয়াল প্রমুখ। এদিন শ্যামনগর পিনকল মোড় থেকে তেরঙ্গা যাত্রা শুরু হয়ে ঘোষপাড়া রোড ধরে শ্যামনগর পাওয়ার হাউস মোড়ে শেষ হয়। তেরঙ্গা যাত্রার পদযাত্রা থেকে এদিন সকলের কাছে আবেদন দাবি করা হয়, আগামী ১৩ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত নিজেদের বাড়ি ছাদে জাতীয় পতাকা উত্তোলন করুন। আর দেশভক্তির আদর্শে দীক্ষিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *