সংবাদদাতা, জলপাইগুড়ি, ৬ সেপ্টেম্বর : তৃণমূলের পিসি ভাইপো সবাই চোর। এটা শুধুমাত্র বিজেপির শ্লোগান নয়। এই শ্লোগান সত্যি ঘটনা। তৃণমূলের দুর্নীতি শুধুমাত্র কলকাতায় নয়, জেলাস্তর পর্যন্ত বিস্তৃত রয়েছে। জলপাইগুড়িতে বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
জলপাইগুড়িতে যেখানে কাঁটাতারের বেড়া নেই সেখান দিয়েই গরু পাচার করা হচ্ছে। এছাড়া সমবায় ব্যাঙ্কেও বড় রকমের দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ করেন সুকান্ত মজুমদার। জলপাইগুড়ি পুরসভায় কোটি টাকার দুর্নীতি প্রসঙ্গে তিনি জেলার নেতৃত্বদের হাইকোর্টে যাওয়ার পরামর্শ দেন। মঙ্গলবার সকালে জলপাইগুড়ি শহরে একটি সাংবাদিক সম্মেলন করে বিজেপি রাজ্য সভাপতি বলেন, বাংলার শিক্ষা সংস্কৃতিকে নষ্ট করে দিয়েছে রাজ্যের তৃণমূল সরকার। কয়লা, বালি, গরু পাচারের দুর্নীতি সহ সমস্ত দিক দিয়েই বড় রকমের দুর্নীতি চলছে বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, গোটা বাংলা জুড়েই চোরেদের রাজত্ব চলছে।