জলপাইগুড়ি : রাজ্যে সবুজ ঝড়ের মাঝে জলপাইগুড়িতে গেরুয়া ঢেউ অব্যাহত। ষষ্ঠ রাউন্ড শেষে জলপাইগুড়ি কেন্দ্রে বিজেপি প্রার্থী- জয়ন্ত কুমার রায় পেয়েছেন ৩,৬৩,৬৪৪টি ভোট, নিকটতম প্রার্থী তৃনমুল কংগ্রেসের প্রার্থী নির্মল চন্দ্র রায় পেয়েছেন ৩,০৫,০৩৬টি ভোট, কংগ্রেস সমর্থিত CPI(M) প্রার্থী দেবরাজ বর্মন ২৯,৬৩৮টি ভোট পেয়েছেন। আপাতত বিজেপির ডা: জয়ন্ত কুমার রায় ৫৮৬০৮ ভোটে এগিয়ে। উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে প্রায় ১লক্ষ ৮৪ হাজার ভোটে বিজয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী ডা: জয়ন্ত কুমার রায়।
