সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৮ মার্চ’২৪ : উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর করা ফেসবুক পোস্টের বিরুদ্ধে মন্তব্য করলেন জলপাইগুড়ি বিজেপির বিদায়ী সাংসদ ডাঃ জয়ন্তকুমার রায়। প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ফেসবুকে একটি পোষ্ট করেছেন।

সেই পোষ্টকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। এই বিষয়ে জলপাইগুড়ির বিদায়ী সাংসদ ডাঃ জয়ন্তকুমার রায় বলেন, মানুষকে বিভ্রান্ত করার জন্য এই সমস্ত অপচেষ্টা চলছে। অন্যদিকে ফুলবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক শিখা চ্যাটার্জি বলেন, যে নাকি নিজের বাবার বিষয়ে খারাপ মন্তব্য করে, তার বিষয়ে আমি আর কি বলব, আপনারাই বুঝে নিন।