জলপাইগুড়িতে বিজেপির নতুন জেলা সভাপতি শ্যামল রায় দায়িত্ব গ্রহণের দিনেই সংবর্ধনায় ভাসলেন

জলপাইগুড়ি : বিজেপির নতুন জেলা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার দলীয় কার্যালয়ে প্রবেশ করতেই অভূতপূর্ব সংবর্ধনা পেলেন শ্যামল রায়। সোমবার দুপুরে জলপাইগুড়ির বিজেপি কার্যালয়ে প্রবেশ করতেই উচ্ছ্বাসে ভাসলেন দলের নেতা-কর্মীদের ভালোবাসায়।

ময়নাগুড়ির বাসিন্দা শ্যামল রায় দীর্ঘদিন ধরে বিজেপির সক্রিয় কর্মী হিসেবে কাজ করে এসেছেন। এবার তার হাতেই জেলার নেতৃত্বভার তুলে দিয়েছে দল। নতুন সভাপতিকে স্বাগত জানাতে জেলা কার্যালয়ে ছিল উপচে পড়া ভিড়। প্রাক্তন জেলা সভাপতি বাপী গোস্বামীসহ সাংগঠনিক জেলার বিভিন্ন মণ্ডল ও বুথ স্তরের কর্মীরা এদিন তাকে সংবর্ধনা জানান।

উৎসাহী দলীয় কর্মীদের উদ্দেশে শ্যামল রায় বলেন,
“আজকের এই সংবর্ধনা সভায় যে উদ্দীপনা ও উপস্থিতি দেখছি, তাতে নিশ্চিত যে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে মানুষ বিজেপিকে সামনে রেখেই নতুন স্বপ্ন দেখছে, আর আমরা সেটিকে বাস্তবে রূপ দিতে বদ্ধপরিকর।”

নতুন সভাপতির বক্তব্যে স্পষ্ট— ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি এখন থেকেই শুরু করতে চাইছে বিজেপি। জেলার দায়িত্বভার গ্রহণের দিনেই এত বড় সংবর্ধনা পেয়ে আত্মবিশ্বাসী শোনাল শ্যামল রায়কে। এখন দেখার, তার নেতৃত্বে জলপাইগুড়িতে কতটা সংগঠিত হতে পারে বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *