জলপাইগুড়িতে কালা দিবস পালন, তৃণমূল পরিচালিত পুর বোর্ডকে ‘ছাপ্পা বোর্ড’ বলে কটাক্ষ কংগ্রেসের

জলপাইগুড়ি, ২৭ ফেব্রুয়ারি: ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি জলপাইগুড়িতে পুরভোট অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু সেই ভোটে গণতন্ত্র লুণ্ঠিত হয়েছিল বলে অভিযোগ তুলে এ বছরও কালা দিবস পালন করল শহর ব্লক কংগ্রেস কমিটি। বৃহস্পতিবার থানা মোড় থেকে মিছিল বের করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। শেষে পুরসভার সামনে গিয়ে বিক্ষোভে সামিল হন কংগ্রেস নেতা-কর্মীরা।

এদিনের বিক্ষোভে তৃণমূল পরিচালিত পুর বোর্ডকে ‘ছাপ্পা বোর্ড’ বলে কটাক্ষ করেন কংগ্রেস নেতৃত্ব। তারা অভিযোগ তোলেন, ২০২২ সালের পুরভোটে গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল। সেই ঘটনার প্রতিবাদেই এই কালা দিবস পালন।

কংগ্রেস নেতা জয়ন্তী পাল বলেন, “সেদিন যেভাবে ভোট লুট হয়েছিল, জলপাইগুড়িতে আমি এমন ঘটনা আগে কখনও দেখিনি। তিন বছর আগে আজকের দিনে কী হয়েছিল, সেটাই শহরবাসীর সামনে তুলে ধরতে কালা দিবস পালন করা হয়েছে।”

জেলা কংগ্রেস সভাপতি পিনাকী সেনগুপ্ত বলেন,
“২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি জলপাইগুড়িতে প্রথম ছাপ্পা ভোট এবং সন্ত্রাসের ইতিহাস লেখা হয়েছিল। এই ঘটনা আদালত পর্যন্ত গড়ায়। আজকের দিনটা জলপাইগুড়ির মানুষ কোনোদিন ভুলবে না।”

এদিনের প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেসের জেলা সভাপতি পিনাকী সেনগুপ্ত, টাউন ব্লক কংগ্রেস সভাপতি অম্লান মুনসি, জয়ন্তী পাল সহ অন্যান্য কংগ্রেস নেতা-কর্মীরা।

Black Day observed in Jalpaiguri; Congress sarcastically calls Trinamool-run municipal board a 'Chappa board'

কংগ্রেসের দাবি, পুরভোটে যে অনিয়ম হয়েছিল, তা এখনও জলপাইগুড়ির মানুষ ভোলেননি। তাই প্রতিবছর এই দিনটিকে তারা কালা দিবস হিসেবে পালন করবেন বলে জানিয়েছেন।

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments

Your email address will not be published. Required fields are marked *