সংবাদদাতা, জলপাইগুড়ি, ১২ আগস্ট’২৩ : গুপ্ত ঘাতক সাপ হিসেবেও পরিচিতি রয়েছে কালাচের। ঘুমন্ত মানুষকে কামড় দেয় বলে এই সাপকে ঘামচাটা সাপও বলা হয় কারণ প্রচলিত আছে এই সাপ ঘুমন্ত মানুষের বিছানায় উঠে আসে ঘামের গন্ধ নিতে। তবে এর পক্ষে- বিপক্ষে অনেক নানা মত থাকলেও বৈজ্ঞানিকভাবে সাপের ঘ্রাণ শক্তি আছে বলে কোন প্রমাণ পাওয়া যায়নি।

শহরের সেন পাড়ার এক বাড়িতে ঢুকে পড়েছিল অত্যন্ত বিষধর এই সাপটি। জানা গেছে, এ দিন বারান্দার সামনে এই সাপটি ছিল। এরপর খবর দেওয়া হয় স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীদের। শুক্রবার রাতে খবর পেয়ে গ্রীন জলপাইগুড়ি নামে স্বেচ্ছাসেবী প্রেমী সংগঠনের সদস্যরা গিয়ে সাপটিকে উদ্ধার করে। তারা এসেই সেই সাপটিকে উদ্ধার করে বন দফতরের কাছে তুলে দেওয়ার কথা বলেন।