চলন্ত বাসে কালো ধোঁয়া, যাত্রীদের মধ্যে ছড়াল আতঙ্ক

ডুয়ার্স : শিলিগুড়ি থেকে মালবাজার যাওয়ার পথে এক যাত্রীবাহী বাসে কালো ধোঁয়া বের হতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। তবে চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পান যাত্রীরা।

বৃহস্পতিবার সকালে শিলিগুড়ি থেকে বড়দিঘিগামী একটি যাত্রীবাহী বাস মালবাজার ব্লকের ডামডিম এলাকা অতিক্রম করার সময় হঠাৎ ইঞ্জিন থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করে। গাড়িতে বেশ কয়েকজন যাত্রী ছিলেন। ধোঁয়া দেখে বাসের ভেতরে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়।

বাসচালক বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে দ্রুত বাসটি জাতীয় সড়কের পাশে দাঁড় করিয়ে দেন। তিনি তৎক্ষণাৎ সকল যাত্রীকে বাস থেকে বের করে দেন। জানা গেছে, শর্ট-সার্কিট থেকে এই ধোঁয়ার সৃষ্টি হয়েছিল।

সকলে বাস থেকে দ্রুত নেমে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান যাত্রীরা। পরে বিকল্প পরিবহনের ব্যবস্থা করে তাদের গন্তব্যে পাঠানো হয়।

Black smoke in moving bus;  Panic spread among the passengers

স্থানীয় বাসিন্দারা জানান, ধোঁয়া দেখে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েছিলেন। চালকের তৎপরতা প্রশংসনীয়।

এই ঘটনা আবারও যাত্রীবাহী বাসগুলির রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *