“বিধায়ক কাদের খানের মতো অভিনয় করছেন আর আমাদের দলটাকে ধ্বংস করছেন”, তৃণমূলের বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তৃণমূল ব্লক সভাপতির

রাহুল মন্ডল, মালদা, ২৮ এপ্রিল ২০২২ : আবার বিধায়কের সঙ্গে ব্লক সভাপতির বিরোধ প্রকাশ্যে।

বিধায়ক সমর মুখোপাধ্যায়

দলকে ধ্বংস করার চক্রান্ত করছেন রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায় বিস্ফোরক অভিযোগ রতুয়া-১ ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি ফজলুল হকের।

ফজলুল হক, রতুয়া-১ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি

পুরনো কর্মীদের গুরুত্ব দেওয়া হচ্ছে না। ডাকা হচ্ছে না দলীয় কর্মসূচিতে। ব্লক সভাপতি কোনো কর্মসূচি গ্রহণ করলে তার পাল্টা কর্মসূচি করছেন বিধায়ক অভিযোগ ফজলুল হকের। তাকে সঙ্গ দিচ্ছেন জেলা সভাপতি আব্দুর রহিম বকসি। এই বিষয়ে সমর মুখোপাধ্যায়ের কোন প্রতিক্রিয়া না পাওয়া গেলেও জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বকসির প্রতিক্রিয়া, উনি কতদিনের পুরনো তৃণমূল কংগ্রেস কর্মী আমার জানা নেই। উনি আগে কংগ্রেস করতেন, এখন তৃণমূল করেন সেটা ঠিক আছে। বিধানসভা নির্বাচনে সমর মুখোপাধ্যায়ের হয়ে ভোট করেননি ব্লক সভাপতি তাই বিধায়ক ক্ষুব্ধ আছেন তার প্রতি। তৃণমূলের অভ্যন্তরের বিরোধকে কটাক্ষ করেছে বিজেপি।

আব্দুর রহিম বকসি, জেলা তৃণমূল সভাপতি

রীতিমতো সাংবাদিক সম্মেলন করে ফজলুল হক অভিযোগ করে বলেন, ৮৪ বছর বয়সে সমর মুখোপাধ্যায় পাগলামি করে আমাদের দলটাকে ধ্বংস করছে। বিধায়ক কাদের খানের মতো অভিনয় করছেন আর আমাদের দলটাকে ধ্বংস করছেন। তার সঙ্গ দিচ্ছেন আমাদের জেলা সভাপতি আব্দুর রহিম বকসি। তিনি সমর মুখোপাধ্যায়ের কাঁধে বন্দুক রেখে আধিপত্য বিস্তার করতে চাইছেন। আমরা যারা অনেক কষ্ট করে অনেক অপমানিত হয়ে দলটাকে প্রতিষ্ঠা করেছি, সেই তৃণমূল কংগ্রেস দলকে শেষ করতে চাইছে। দলীয় কোনো কর্মসূচিতে আমাদের ডাকা হচ্ছে না। আমি কোনো কর্মসূচি করলে তার পাল্টা কর্মসূচি করা হচ্ছে।

উজ্জ্বল দত্ত, সাংগঠনিক জেলা সভাপতি, বিজেপি

যদিও এই বিষয়ে বিধায়কের প্রতিক্রিয়া নেওয়ার জন্য বারবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বকসি বলেন, উনি কবে কার পুরনো তৃণমূল আমার জানা নেই।উনি কংগ্রেস করতো দীর্ঘদিন ধরে। তবে উনি এখন তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত আছেন। সমর মুখোপাধ্যায়কে নিয়ে যারা কথা বলছেন তাদের জন্মের আগে থেকে সমর মুখোপাধ্যায় রাজনীতির সাথে যুক্ত আছেন। সমর মুখোপাধ্যায়ের বক্তব্য ফজলুল সাহেব বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে নয় বিজেপির হয়ে ভোট করেছে। যেহেতু আসল চেহারা তুলে ধরার চেষ্টা করছেন বিধায়ক তাই আক্রমণাত্মক হয়ে বিধায়ককে আক্রমণ করা হচ্ছে। দলের একটা পরিকাঠামো আছে কারো কিছু বক্তব্য থাকলে সেটা দলের মধ্যে আলচনা করতে হবে। বাইরে বললে সেটা দল বিরোধী কাজের মধ্যে পড়ে। প্রমাণ হলে দল কঠোর ব্যবস্থা নেবে।

এই বিষয়ে উত্তর মালদা বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি উজ্জ্বল দত্ত বলেন, তৃণমূল হচ্ছে ইউজ এন্ড থ্রো পার্টি। দলের নেতাদের এরা ব্যবহার করে, সাফল্য এনে দিলে তাকে সরিয়ে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *