সংবাদদাতা, জলপাইগুড়ি : বেহাল রাস্তা সারাইয়ের দাবি জানিয়ে জলপাইগুড়ি পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের অরবিন্দ নগরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা। আজ মঙ্গলবারের ঘটনা। বাসিন্দাদের দাবি, অরবিন্দনগরের এই রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে আছে। হেলদোল নেই প্রশাসনের বলে অভিযোগ।
এলাকার বাসিন্দা শুভম চক্রবর্তী ও কৌশিক সাহা বলেন, এই রাস্তার এতটাই ভগ্নদশা যে, যখন তখন বড় সড় দুর্ঘটনা ঘটতে পারে। এই রাস্তা ধরে স্কুল, কলেজ,অফিস, আদালত থেকে শুরু করে প্রচুর মানুষ যাতায়াত করেন। রাস্তার এতটাই কঙ্কালসার অবস্থা যে পায়ে হেটে চলতে গেলেও হোচট খেয়ে পড়তে হয় বলে অভিযোগ। পাশাপাশি যানবাহন চলাচলে ধুলাবাড়ি উড়ছে সর্বত্র। এতে রাস্তার পাশে থাকা বাড়িতে ধুলাবালি ঢুকে যাচ্ছে। ছোট ছোট শিশুদের অসুবিধা হচ্ছে বলে জানান তাঁরা। যেহেতু ব্যস্ততম রাস্তা, তাই বেশ কিছুক্ষণ অবরোধ করার পর বাসিন্দারা নিজেরাই তা তুলে নেন।
এ বিষয়ে ২৩নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্চিতা পঞ্চানন ধর বলেন, এই রাস্তার অবস্থা খুবই খারাপ। পাশাপাশি এই এলাকার আরো বেশ কিছু রাস্তারও একই অবস্থা। আমি কাউন্সিলর হওয়ার পর পুরসভাকে বিষয়টি একাধিক বার জানিয়েছি। পুরসভার পক্ষ থেকেও এলাকায় ইন্সপেকশনে যাওয়া হয়েছিল। যাতে রাস্তাটি হয় সে ব্যাপারে পুরসভায় ফের দরবার করা হবে বলে তিনি জানান।