যৌথ সার্কেল কনফারেন্স উপলক্ষে জলপাইগুড়ি প্রধান ডাকঘরে রক্তদান শিবির

জলপাইগুড়ি : জলপাইগুড়ি প্রধান ডাকঘরে অল ইন্ডিয়া পোস্টাল এমপ্লয়িজ ইউনিয়ন গ্রুপ–সি, পোস্টম্যান ও এমটিএস এবং অল ইন্ডিয়া গ্রামীন ডাক সেবক ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত হলো রক্তদান শিবির। ৪২তম, ৩৮তম ও ১ম যৌথ সার্কেল কনফারেন্স উপলক্ষে আয়োজিত এই শিবিরে সকাল ১১টা ৩০ মিনিট থেকে শুরু হয় রক্তদান কর্মসূচি।

রক্তদান শিবির পরিচালনা করেন জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজ ও সদর হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের চিকিৎসক ও প্রতিনিধিরা। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে সর্বত্র রক্তের সংকট দেখা দিচ্ছে। তাই মুমূর্ষু রোগীদের কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত মোট ৪২ জন স্বেচ্ছাসেবী রক্তদান করেছেন। শিবিরে রক্তদাতাদের হাতে চারাগাছ তুলে দেওয়া হয় সচেতনতার বার্তা হিসেবে। উদ্যোক্তাদের লক্ষ্য, অন্তত ৫০ ইউনিট রক্ত সংগ্রহ করা।

এক উদ্যোক্তা জানান, “রক্তের অভাব মেটাতে ও মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়াতেই আমাদের এই উদ্যোগ। মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে আমরা সত্যিই উৎসাহিত।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *