জলপাইগুড়ি : “এক ফোঁটা রক্ত, একটুকরো জীবন”- এই স্লোগানকে সামনে রেখে জলপাইগুড়ি রোড স্টেশনে অনুষ্ঠিত হল বিশেষ রক্তদান শিবির। ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের উদ্যোগে শুক্রবার স্টেশন কলোনি প্রাঙ্গণে এই শিবিরের আয়োজন করা হয়।

শিবিরটি পরিচালনা করেন জলপাইগুড়ি সরকারি মেডিক্যাল কলেজের অধীন সদর হাসপাতালের ব্লাড ব্যাংকের চিকিৎসক ও প্রতিনিধিরা। পুরুষ ও মহিলা- উভয়েই স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন। রক্তদাতাদের হাতে সচেতনতার বার্তা হিসেবে তুলে দেওয়া হয় চারাগাছও। উদ্যোক্তারা জানান, প্রায় ১০০ ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্য রাখা হয়েছে।