সংবাদদাতা, জলপাইগুড়ি, ৪ সেপ্টেম্বর : জল থেকে উদ্ধার নিখোঁজ তৃণমূল পঞ্চায়েত সদস্যের মৃতদেহ। চাঞ্চল্য এলাকায়। পরিবারের দাবি নারীঘটিত ব্যাপারে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের মাধবডাঙ্গা এলাকায়। মৃত তৃণমূল পঞ্চায়েত সদস্যের নাম ধনেশ রায়, বয়স ৫২। বাড়ি মাধবডাঙ্গা ১ গ্রাম পঞ্চায়েত এলাকায়। রবিবার নিগমানন্দ মন্দির সংলগ্ন ধরলা নদী থেকে মৃতদেহটি উদ্ধার হয়েছে।
জানা গেছে, মাধবডাঙ্গা ১নং গ্রাম পঞ্চায়েতের ১৬/১৩১ নম্বর বুথের বর্তমান তৃণমূলের পঞ্চায়েত সদস্য ছিলেন মৃত ধনেশ রায়। মৃতের পরিবারের দাবি, গত শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন তিনি। বাড়ি থেকে এক কিলোমিটার দূরে তাঁর স্কুটি উদ্ধার হয়। নিগমানন্দ সেতুর নীচে ধরলা নদী থেকে আজ তাঁর দেহ উদ্ধার হয়েছে। ঘটনাস্থলে ময়নাগুড়ি থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে। পরে দেহটি জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়।
মৃতের ছেলে রঞ্জন রায় বলেন, বাবাকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয় এক মহিলার সাথে বাবার সম্পর্ক ছিল বলে দাবি তার। সেখান থেকেই ষড়যন্ত্রের সূত্রপাত হয়ে থাকতে বলে জানান তিনি। আগে মিসিং ডায়েরি করা হলেও ফের এ নিয়ে থানায় অভিযোগ জানানো হবে বলে দাবি পরিবার সূত্রে। ওই মহিলাও একই দলের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানান মৃতের ছেলে রঞ্জন রায়।
ওই এলাকার তৃণমূল বুথ সভাপতি সরেন্দ্র নাথ রায় বলেন, “এটা আত্মহত্যা নয়, এর পেছনে অন্য কোন চক্রান্ত থাকতে পারে। প্রশাসন তদন্ত করলেই বিষয়টি পরিষ্কার হবে। ” ঘটনার তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ।