জলপাইগুড়ি : তিস্তার তীব্র স্রোতে ভেসে যাওয়ার তিন দিন পর মিলল কিশোর তুফান রায়ের দেহ। সোমবার সকালে মাল থানার চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের মৌওয়ামারি এলাকায় নদীর চরে স্থানীয়রা দেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেন।

দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ক্রান্তি পুলিশ ফাঁড়ির কর্মীরা মৃতদেহ উদ্ধার করেন। পরে পরিবারের সদস্যরা দেহ শনাক্ত করেন। ক্রান্তি ফাঁড়ির ওসি কেটি লেপচা জানান, দেহটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং এলাকায় শান্তি বিরাজ করছে।

তুফান তিন দিন আগে বন্ধুদের সঙ্গে নদীতে সাঁতার কাটতে গিয়ে তীব্র স্রোতে তলিয়ে গিয়েছিল। এরপর থেকেই প্রশাসনের পক্ষ থেকে নদীতে তল্লাশি চলছিল।
এদিন দেহ উদ্ধারের খবরে শান্তির মোড় গ্রামে নেমে আসে গভীর শোকের ছায়া। ভেঙে পড়েছেন তুফানের বাবা-মা ও পরিজনেরা। গ্রামের পরিবেশ ভারাক্রান্ত হয়ে উঠেছে শোকের আবহে।