বিরিয়ানির দোকান থেকে উদ্ধার কর্মীর মৃতদেহ, চাঞ্চল্য জলপাইগুড়িতে (ভিডিও সহ)

জলপাইগুড়ি : জলপাইগুড়ি শহরের কদমতলা এলাকায় এক বিরিয়ানির দোকানের ভেতর থেকে এক কর্মীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে ওই দোকানের মালিক ছেলেটিকে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান এবং তড়িঘড়ি খবর দেন জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশকে।

পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। জানা গেছে, মৃত কর্মী ওই বিরিয়ানির দোকানেই কাজ করতো। তবে কী কারণে সে আত্মহত্যা করল, তা এখনো স্পষ্ট নয়। পুলিশ পুরো ঘটনাটি তদন্ত করে দেখছে এবং মৃতের পরিবারের সঙ্গেও কথা বলছে।

Minor's body recovered from biryani shop in Jalpaiguri

এই ঘটনার পর এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে। পাশাপাশি, এই ঘটনায় কোনও অসঙ্গতি রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। নিচে ভিডিওতে মৃতের মায়ের বক্তব্য শুনুন।

ভিডিওতে শুনুন বক্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *