সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৯ ডিসেম্বর’২৩ : জলপাইগুড়িতে টোটোর সঙ্গে বোলেরোর ধাক্কা, টোটো উল্টে জখম দু’জন। মঙ্গলবার ঘটনাটি ঘটে জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুর এলাকায়।

স্থানীয়রা জানায় পাহাড়পুর চৌরঙ্গীর এক অসুস্থ ব্যক্তি টোটো করে হাসপাতাল থেকে ছুটি নিয়ে বাড়ি ফেরার পথে পাহাড়পুর রেলগেট এলাকায় দুঘটনার কবলে পড়ে। বোলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে টোটো টিকে ধাক্কা মেরে নয়নজুলিতে পড়ে যায়।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোতয়ালি থানার পুলিশ। স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসেন ঘটনাস্থলে। জখম দুই জনকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়।