ডিজিটাল ডেস্ক : এই প্রথমবার “সুপারওম্যান” চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বলিউড সুন্দরী শিল্পা শেট্টিকে। দীর্ঘ প্রায় ১৪ বছর পরে “সুপারওম্যান” চরিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় কাম ব্যাক করছেন শিল্পা। ছবির নাম “নিকম্মা”, পরিচালক সাব্বির খান। সম্প্রতি মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার। শিল্পা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও পোস্ট করেছেন তাঁর নতুন লুকের ছবি। শিল্পার এই সুপারওম্যান রূপে মুগ্ধ তাঁর ভক্তরা। এতদিন শিল্পাকে তাঁর ভক্তরা টেলি চরিত্রে বা নানান টক শোয়ে দেখতে পেলেও বড় পর্দায় খুব মিস করছিলেন। এবার সেই প্রত্যাশা মিটতে চলেছে। ‘নিকম্মা”র বিনোদনে ভরপুর ট্রেলার দেখে ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছে ১৭ জুনের জন্য কারণ ওই দিনই মুক্তি পেতে চলেছে ‘নিকম্মা”।
‘নিকম্মা” ছবিতে শিল্পার চরিত্রের নাম ‘অবনী’। ছবিতে শিল্পার পাশাপাশি অভিনয় করতে দেখা যাবে “ম্যায়নে পেয়ার কিয়া”খ্যাত অভিনেত্রী ভাগ্যশ্রীর ছেলে অভিমন্যু দাসানি, শার্লি শেঠিয়া, সমীর সোনিকে। গায়িকা শার্লি শেঠিয়া এই ছবির মাধ্যমেই বলিউডে প্রথম ডেবিউ করতে চলেছেন।
‘নিকম্মা” ছবিতে অভিমন্যুর চরিত্রটি সিদ্ধার্থ নামের এক অলস ব্যক্তির। যে সোম থেকে বৃহস্পতিবার অলসভাবে ঘুরে বেড়ায়। শুক্রবার সিনেমা দেখতে যায়, শনিবার পার্টি করে এবং রবিবার শার্লির সাথে প্রেম করে। আর এই অলস অভিমন্যুকেই কাজের দুনিয়ায় ফেরাতে আবির্ভাব সুপারওম্যান শিল্পার।
Photo Credit- Shilpa Shetty Kundra official FB page.