বিশ্বজিৎ নাথ, কলকাতা, ৩ জুলাই’২৩ : নির্বাচনের তিন-চারদিন আগেই রবিবার রাতে বোমার আওয়াজে কেঁপে উঠল শিউলি গ্রাম পঞ্চায়েতের সেলামপুর গ্রাম। সোমবার সকালে মোহনপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে একটি তাজা বোমা উদ্ধার করেছে। শান্তিপ্রিয় সেলামপুর গ্রামে বোমাবাজির ঘটনায় আতঙ্কিত বাসিন্দারা। তারা কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে নির্বাচন চাইছেন। এখনও পর্যন্ত শিউলি গ্রাম পঞ্চায়েত এলাকায় কেন্দ্রীয় বাহিনী ময়দানে নামেনি। এই বোমাবাজি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। শিউলি পঞ্চায়েতের বিদায়ী প্রধান অরুন ঘোষের দাবি, বিরোধীরা বহিরাগতদের এনে বোমাবাজি করে এলাকায় ভয়ের বাতাবরণ সৃষ্টি করতে চাইছে। পাল্টা অভিযোগ বিজেপি নেত্রী চৈতালি মিত্রের। তার অভিযোগ, ভোটের দিন যাতে সাধারণ মানুষ বুথ পর্যন্ত যেতে না পারে। তারজন্যই বোমাবাজি করে ওরা চমকাচ্ছে।
