জলপাইগুড়ি: জলপাইগুড়ি স্টুডেন্ট হেলথ হোমের ব্যবস্থাপনায় আগামী ২১শে জানুয়ারি থেকে ২৭শে জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে বইমেলা ও স্বাস্থ্য মেলা। এই মেলা হবে জলপাইগুড়ি শহরের রবীন্দ্রভবন প্রাঙ্গণে।
এবার প্রথমবারের মতো বইমেলা ও স্বাস্থ্য মেলা একত্রিতভাবে আয়োজন করছে স্টুডেন্ট হেলথ হোম। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, মেলায় মোট ৪০টি প্রকাশনী সংস্থা তাদের বই নিয়ে অংশগ্রহণ করবে। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে প্রকাশনী সংস্থাগুলি এই মেলায় উপস্থিত থাকবে।

মেলার প্রথম দিন অর্থাৎ ২১শে জানুয়ারি দুপুরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রারও আয়োজন করা হয়েছে। উদ্যোক্তারা আশা করছেন, বই ও স্বাস্থ্যকে কেন্দ্র করে এই উদ্যোগ বইপ্রেমী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে।
বইমেলা ও স্বাস্থ্য মেলার এই যুগ্ম আয়োজন জলপাইগুড়ি শহরে নতুন উদ্যমে বই ও স্বাস্থ্য সচেতনতার বার্তা পৌঁছে দিতে চলেছে।