সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৯ সেপ্টেম্বর’২৩ : ধর্ম যার যার! উৎসব সবার! আসন্ন দুর্গা পূজার খুঁটি পুজার দিন এমনই একটি বার্তা দিল জলপাইগুড়ির ৯নম্বর ওয়ার্ডের পিলখানার উপাসনা ক্লাবের দুর্গা পুজা কমিটি । উদ্যোক্তারা জানান প্রতিবারের মতো এবছরও এলাকার হিন্দু, মুসলমান সম্প্রদায়ের মানুষেরা এই পুজায় সামিল হয়ে এই দুর্গা পুজার আয়োজন করে আসছে ।

শুক্রবার পুরোহিতের মন্ত্র উচ্চারণ , উলুধ্বনি এবং শঙ্খ বাজিয়ে খুঁটি পুজা অনুষ্ঠিত হয়। পুজা কমিটির সদস্যা পিকি ঘোষ বলেন, এই পুজা ৫৪ বছর ধরে হয়ে আসছে। এই পুজায় জাতি ধর্ম কোন ভেদাভেদ বলে কিছু নেই। এলাকার হিন্দু মসুলমান সম্প্রদায়ের মানুষেরা একসঙ্গে মিলেমিশে পুজোর চাঁদাকাটা থেকে শুরু করে ঠাকুর আনা, ঠাকুর বিসর্জন সব একসঙ্গে মিলেমিশে খুবই আনন্দের সাথে করে থাকি ।

এবারের দুর্গা পুজার আকর্ষণ কুলো দিয়ে কাল্পনিক পুজা মন্ডপ। মানানসই প্রতিমার পাশাপাশি থাকছে স্থানীয় আলোক সজ্জা। পুজোর দিনগুলিতে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে বলে তিনি জানান। অন্যদিকে পুজা কমিটির সদস্য তথা এলাকার বাসিন্দা সায়নাজ পারভীন বলেন, এই পুজায় আমরা ছোট থেকেই আনন্দ করে আসছি। প্রতিবছরের মতো এবারেও এই পুজায় সামিল হয়ে শুরু থেকে আমরা শেষ পর্যন্ত আনন্দ উপভোগ করবো বলে তিনি জানান।